Header Ads

Header ADS

জীবনসঙ্গী হিসেবে খাটো পুরুষই সেরা, জেনে নিন কারণ

গবেষণা বলছে বিয়ের জন্য খাটো পুরুষরাই উপযুক্ত। চলুন জেনে নেয়া যাক কোন বিশেষ গুণের কারণে খাটো পুরুষরাই সঙ্গী হিসেবে উত্তম


*গবেষণা বলছেন যেসব পুরুষ খাটো হয়, তারা জানে নিজেকে কীভাবে মেলে ধরতে হয়। সাধারণত এরা সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। স্বাভাবিকভাবেই সম্পর্কে পজেসিভনেস অনেক কম থাকে। সঙ্গী বাছার ক্ষেত্রে কখনোই উচ্চতার কথা ভাবে না এরা।
*খাটো পুরুষরা খোলা মনের হয়। নিজের চেয়ে খাটো কারো সঙ্গেই ডেট করতে হবে, এমন অযৌক্তিক গোঁড়ামিকে এরা প্রশ্রয় দেয় না।
*সচরাচর কম উচ্চতার পুরুষরা বিশ্বস্ত সঙ্গী হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, একজন খাটো পুরুষ কোনো নারীকে যতবার ঠকায়, একজন ঠিকঠাক উচ্চতা সম্পন্ন পুরুষ তার দ্বিগুণ ঠকায়। ৫ ফুট ১০ ইঞ্চির বেশি যেসব পুরুষদের উচ্চতা, তাদের মধ্যে এই প্রবণতা বেশি।
*প্রেমের জন্যও খাটো পুরুষ আদর্শ। কেমন লাগবে যদি চোখের সামনে কারো ঘাড় বা কাঁধ থাকে? আই-টু-আই কনট্যাক্ট তখনই হবে যদি সে আপনার সমান উচ্চতার হয়।
*নারীদের উচ্চতা সাধারণ ৫ ফুট ১০ ইঞ্চির বেশি হয় না। তাই এই উচ্চতার কোনো পুরুষের সঙ্গে ডেট করলে সরাসরি চোখে চোখ রেখে প্রেম করা যায়। এতে রোম্যান্স হয় আরো রোম্যান্টিক।
*সমীক্ষা বলছে, লম্বা পুরুষ খাটো পুরুষের তুলনায় তাড়াতাড়ি বিয়ে করে। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে ইন্টারেস্টিং। তাদের সম্পর্কও তাড়াতাড়ি ভাঙে। সমীক্ষায় দেখা গেছে খাটো পুরুষের ডিভোর্সের হার অনেক কম। অপেক্ষাকৃত লম্বা পুরুষদের ডিভোর্সের হার বেশি।
*অনেক নারীই ভাবেন খাটো পুরুষকে বিয়ে করার মানেই চিরকালের জন্য হাইহিলকে টা-টা বলতে হবে। একথা একেবারে ছুঁড়ে ফেলে দেয়ার মতো নয়। কিন্তু ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন, আপনার পায়ের জন্য কিন্তু হিল খুব খারাপ। তার চেয়ে স্লিপার্স বা সাধারণ জুতা পরা অনেক বেশি ভালো। ফ্যাশন যে এতে হয় না, তা তো নয়। তাই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে একটু বাস্তবসম্মতভাবে চিন্তা করুন।

No comments

Powered by Blogger.