Header Ads

Header ADS

করোনা ভাইরাসের লক্ষণ




করোনাভাইরাস অসুখ (COVID-19) সর্দি, গলা ব্যথা, কাশি এবং জ্বর সহ হালকা লক্ষণ দ্বারা চিহ্নিত করা হয়। কিছু লোকের ক্ষেত্রে অসুস্থতা আরও মারাত্মক হতে পারে এবং নিউমোনিয়া বা শ্বাসকষ্টও হতে পারে।
খুব কম ক্ষেত্রেই, এই রোগ মারাত্মক হতে পারে। বয়স্ক ব্যক্তিরা এবং অন্য রোগে (যেমন, হাঁপানি, ডায়াবেটিস, বা হৃদরোগ) অসুস্থ ব্যক্তিদের আরও মারাত্মকভাবে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।
করোনাভাইরাস অসুখ (COVID-19) হল একটি সংক্রমক অসুখ যা একটি নতুন ভাইরাসের কারণে হয় এবং যা এর আগে মানুষের মধ্যে শনাক্ত করা যায়নি।
ভাইরাসের কারণে কাশি, জ্বর এবং আরও মারাত্মক ক্ষেত্রে নিউমোনিয়া জাতীয় লক্ষণগুলির সাথে শ্বাসকষ্টজনিত অসুস্থতা (ফ্লু-এর মতো) হয়ে থাকে। ঘন ঘন হাত ধুয়ে এবং মুখ স্পর্শ করা এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।
লোকজনের ক্ষেত্রে নিচে উল্লেখ করা উপসর্গগুলি দেখা যেতে পারে:
গলা ব্যথা
কাশি
জ্বর
শ্বাস নিতে সমস্যা (গুরুতর ক্ষেত্রে)

No comments

Powered by Blogger.