Header Ads

Header ADS

করোনায় প্রাণ গেল জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রীর


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের বরাত দিয়ে হিলারি হিথের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে।
এছাড়াও মায়ের মৃত্যুর খবর নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।
ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেয়া এই অভিনেত্রীর হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন। রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি যথাক্রমে ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়। দুটি সিনেমায় সফলতার মুখ দেখে।

No comments

Powered by Blogger.